বাসস
  ০৮ নভেম্বর ২০২৫, ২০:৫৫

প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ

ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাপানে অবস্থানরত বাংলাদেশিদের দায়িত্ববোধ ও সে দেশের আইন ও সামাজিক রীতি-নীতি মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে আজ টোকিওতে বাংলাদেশ দূতাবাস এক মতবিনিময় সভার আয়োজন করেছে।

এক বার্তায় জানানো হয়, দূতাবাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের পরিচালক মাসাকাতসু মুরোতানি এবং এনএইচকে ওয়ার্ল্ড-জাপানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও জাপানের বিভিন্ন প্রান্তে বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসী এতে অংশগ্রহণ করেন।

প্রথম অধিবেশনে মুরোতানি বাংলাদেশি জনগোষ্ঠীকে জাপানের সংস্কৃতি, ঐতিহ্য ও আইন সম্পর্কে আরো সচেতন ও শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

তিনি জাপানের বর্তমান শ্রম ও অভিবাসন নীতির ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করেন এবং এসব নীতিমালা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন।

দ্বিতীয় অধিবেশনে এনএইচকে ওয়ার্ল্ড-জাপান তাদের অভিবাসীবান্ধব বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে বাংলা ভাষায় ডিজিটাল প্ল্যাটফর্ম এবং জাপানি ভাষা শেখা ও সামাজিক সংহতি বৃদ্ধিতে সহায়ক ব্যবহারবান্ধব অ্যাপ্লিকেশন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জাপানে বসবাসের বিভিন্ন দিক নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, জাপানের পরিবর্তনশীল সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশি নাগরিকদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি প্রবাসীদের সততা, শৃঙ্খলা এবং জাপানের আইন ও রীতি-নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও জাপানের গভীর ও ঐতিহাসিক সম্পর্ক পুনর্ব্যক্ত করেন এবং আশাবাদ ব্যক্ত করেন—এমন উদ্যোগের মাধ্যমে দু’দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরো জোরদার হবে।