শিরোনাম

পটুয়াখালী, ৭ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলার বাউফলে নির্বাচনি প্রচারণায় অস্ত্রের মহড়া, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ নেতা মামুন হাওলাদারসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নগরের হাট ও কাশিপুর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, নওমালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার (৩৪) এবং আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহাবুদ্দিন (৪৫)।
ডিবির তথ্য অনুযায়ী, মামুন হাওলাদার এলাকায় ‘চিহ্নিত সন্ত্রাসী’ হিসেবে পরিচিত এবং তিনি আগেও নানা অপরাধে জড়িত ছিলেন।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, পুলিশের সামনে দেশীয় অস্ত্র প্রদর্শন, নির্বাচনি প্রচারণায় হামলা, প্রতিপক্ষকে হুমকি ও মারধর, ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় মামুনের বিরুদ্ধে বাউফল ও দশমিনা থানায় মোট ৮টি মামলা চলমান। শাহাবুদ্দিনের বিরুদ্ধেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জসিম উদ্দিন বলেন, বাউফল থানা পুলিশের আবেদনের ভিত্তিতে আমাদের একটি টিম অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। পরে তাদের বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, গ্রেফতারকৃত দুজনকে আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।