শিরোনাম

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে ৬৬টি বেসরকারি সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন ( ইসি)।
আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল জামিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ৬ নভেম্বর নিবন্ধনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রথম পর্যায়ে নির্বাচন কমিশন ৬৬টি বেসরকারি সংস্থাকে আগামী ৫ বছরের জন্য স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন প্রদান করেছেন। নিবন্ধনপ্রাপ্ত এসকল সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুসারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে।
পর্যবেক্ষক সংস্থাগুলো হলো - পাথওয়ে, পল্লীশ্রী, রিসডা-বাংলাদেশ, রশ্মি হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরএইচডিও), ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি (আই.সি.ডি.এস), বাকেরগঞ্জ ফোরাম, একটিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সাথী, বকুলতলী মহিলা সংসদ (বিএমএস), অংংড়পরধঃরড়হ ড়ভ গঁংষরস ডবষভধৎব অমবহপরবং রহ ইধহমষধফবংয (অগডঅই), হোপ, অধিকার, আরপিও ফাউন্ডেশন, অর্গানাইজেশন ফর সোশ্যাল এডভান্সমেন্ট (উষা), সমাজ উন্নয়ন পল্লী সংস্থা (এসডিআরএস), হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচ আর এস এস), সংগতি সমাজ কল্যাণ সংস্থা, এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ), লাইট হাউজ, রূপান্তর, সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস, আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন, গণ উন্নয়ন কেন্দ্র (এটক), চাঁদ মানব উন্নয়ন সংস্থা, ব্যুরো অফ সোসাল ওয়াচ, অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা (এএসকেএস), প্রফেশনাল রিসার্স এডভোকেসী ট্রেনিং এ্যাকশন ইয়ার্ড (প্রত্যয়), মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুস, বাংলাদেশ সোসাইটি ফর ইকোলোজিকাল রিসার্চ ইনিশিয়েটিভ (বি.এস.ই.আর.আই), আশ্রয় ফাউন্ডেশন, কর্ম উন্নয়ন কেন্দ্র (ডব্লিউ.ডি.সি), আলোকিত সমাজ কল্যাণ সংস্থা, বিচরণ কল্যাণ সংস্থা, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি), সেবা ফাউন্ডেশন, রুরাল এডভান্সমেন্ট কমিটি ফর বাংলাদেশ (র্যাক-বাংলাদেশ), ডেমোক্রেসিওয়াচ, প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশন, ভলান্টারী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (ডিআরডিএস), টজচঝঅ (জঁৎধষ ধহফ টৎনধহ চড়ড়ৎ'ং চধৎঃহবৎ ভড়ৎ ঝড়পরধষ অফাধহপবসবহঃ), এসোসিয়েশন ফর সোসিও ইকোনোমিক এ্যাডভান্সমেন্ট (এসিয়া), চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ), ঝঈঙচঊ, পার্টিসিপেটরি এডভান্সমেন্ট সোস্যাল সার্ভিস (পাস), কমিউনিটি এ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডিভেলাপমেন্ট (কার্ড), সেন্টার ফর রাইটস্ এন্ড ডেভলপমেন্ট (সিআরডি), ফ্যাসিলিটিজ ফর এগ্রিকালচার রিহেবিলিটেশন এন্ড এনভাইরনমেন্ট (এ্ফএআরই), অগ্রগতি সেবা সংস্থা (অসেস), দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা (ডিপিইউপি), সমাহার-মাল্টিডিসিপ্লিনারি রিচার্স এ্যান্ড ডেভেলাপমেন্ট ফাউন্ডেশন, বিয়ান মনি সোসাইটি (বিএমএস), গরীব উন্নয়ন সংস্থা (জি.ইউ.এস), সচেতন নাগরিক সোসাইটি, দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস), নজরুল স্মৃতি সংসদ (এনএসএস), ব্রতী সমাজ কল্যাণ সংস্থা, মানব সহায়ক কেন্দ্র (এমএসকে), রুরাল ভিশন (আর.ডি), গ্রামীণ ইকোনোমিক এন্ড সোশাল এডভান্সমেন্ট (জিসা), মৌলিক অধিকার বাস্তবায়ন সংস্থা, বিবি আছিয়া ফাউন্ডেশন, ডাক্তারবাড়ি সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ডিএডব্লিউএফ), ইয়ুথ ইনিশিয়েটিভ ফর সোসিও ইকনোমিক এ্যাকটিভিটি (ইযিয়া), মুক্তির বন্ধন ফাউন্ডেশন, দিশা সমাজ কল্যাণ সংস্থা।