শিরোনাম

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে সব কিছু হবে অত্যন্ত স্বচ্ছ। কোনো অবস্থাতেই কোনো লুকোচুরি, কোন দুর্নীতি, কোনো স্বজনপ্রীতি সমর্থন করা হবে না। একই সঙ্গে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সমভাবে বণ্টন করা হবে।
আজ বৃহস্পতিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নবাবগঞ্জ উপজেলার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য, সুধীজন, গুণীজন ব্যবসায়ীগদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, কোনো অবস্থাতে কারো প্রতি কোনো বিদ্বেষমূলক আচরণ করা যাবে না এবং করতে দেওয়া হবে না। আরেকটি জিনিস মনে রাখতে হবে, আমরা উন্নয়ন এবং অগ্রগতিতে সবসময় চাইব সকল মানুষের অংশগ্রহণে সমভাবে বণ্টনের মাধ্যমে।
তিনি বলেন, আমার পরিচিত এই জন্য ভিজিএফ কার্ড বেশি পাবে অথবা টিসিবি কার্ড বা ফ্যামিলি কার্ড পাবে, এটা হবে না। যাদের পাওয়া উচিত তারাই পাবে। অতীতে যদি এইরকম কোনো অন্যায়-অবিচার হয়েও থাকে সেগুলো পর্যালোচনা করা হবে। যারা পান নাই, যারা পাওয়ার উপযুক্ত, আপনারাই জনপ্রতিনিধি, আপনারাই ঠিক করবেন তারা কারা? কারা পাওয়ার উপযুক্ত। শুধু তাদেরকেই দেওয়া হবে।
বিএনপি সব সময় মানুষের পাশে থাকবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিএনপি যদি মানুষের ভালোবাসায় আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনে দেশের সেবা করার সুযোগ পায়। আমরা আপনাদেরকে কথা দিতে পারি, আপনাদেরকে ছেড়ে পালিয়ে যাব না। আপনাদের পাশে থাকব। আপনাদের সমস্যার সমাধানের জন্য সাধ্যমত রাষ্ট্রীয়ভাবে, স্থানীয়ভাবে আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যা নিরসনের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব।
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনসহ উপজেলা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।