বাসস
  ০৬ নভেম্বর ২০২৫, ২০:৩০

এনসিপি নেতাদের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

ছবি : বাসস

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং আজ বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রূপান্তরের অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।

ঢাকায় কানাডার হাইকমিশন জানিয়েছে, এই বৈঠক বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতি  কানাডার দীর্ঘদিনের প্রতিশ্রুতির প্রতিফলন।

বৈঠকে উভয় পক্ষ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় করেন।

কানাডীয় হাইকমিশন আবারও বলেছে যে গণতান্ত্রিক শাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে কানাডা বাংলাদেশের একটি বিশ্বস্ত অংশীদার হয়ে থাকবে।