বাসস
  ০৬ নভেম্বর ২০২৫, ২০:৪০

জনতা ব্যাংক বনগ্রাম শাখার ব্যবস্থাপক হেমায়েত করিমের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জনতা ব্যাংক পিএলসি’র বনগ্রাম বাজার শাখার ব্যবস্থাপক মো. হেমায়েত করিমের বিরুদ্ধে প্রায় ৭ কোটি ৮২ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, পাবনা’র উপ-সহকারী পরিচালক মমিন উদ্দিন বাদী হয়ে গতকাল বুধবার মামলাটি দায়ের করেন। মামলাটিতে দণ্ডবিধির ৪২০/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা যুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, জনতা ব্যাংক বনগ্রাম বাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকাকালে হেমায়েত করিম প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের ২২ জন গ্রাহকের স্বাক্ষর জাল ও নতুন চেকবই ইস্যু করে তাদের হিসাব থেকে প্রায় ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা আত্মসাৎ করেন।

তিনি ব্যাংকের সফটওয়্যারে নিজস্ব আইডি ও সহকর্মীদের আইডি ব্যবহার করে বদলী ভাউচার তৈরি ও নগদ উত্তোলনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন। এ অর্থ ‘ভাই ভাই ট্রেডার্স’ নামে একটি হিসাবের মাধ্যমে স্থানান্তর করে একাধিক চেকের মাধ্যমে উত্তোলন করা হয়।

ঘটনার সূত্রপাত ঘটে যখন শাখার বর্তমান ব্যবস্থাপক মো. ফরিদুর রহমান গত ১৫ অক্টোবর স্থানীয় আতাইকুলা থানায় অভিযোগ দায়ের করেন। পরে আসামি হেমায়েত করিমকে পুলিশ ১৬ অক্টোবর গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

অভিযোগটি দুদকের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় থানার পক্ষ থেকে রেকর্ডপত্র দুদক, পাবনা কার্যালয়ে প্রেরণ করা হয়। যাচাই-বাছাই শেষে দুদক প্রধান কার্যালয় এজাহার দায়েরের অনুমোদন দিলে বুধবার মামলা দায়ের করা হয়।