শিরোনাম

গাজীপুর, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গাজীপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
ইউনিট নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো: আমিন আল পারভেজ আজ বৃহস্পতিবার নগর ভবনের সম্মেলন কক্ষে এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী ভোটগ্রহণ ২৫ নভেম্বর সকাল ১০ টা থেকে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
নির্বাচন প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা ৮ নভেম্বর ইউনিটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ভোটার তালিকায় আপত্তি গ্রহণ হবে ৯ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া আপত্তি নিষ্পত্তি ১০ নভেম্বর একই সময়ে সম্পন্ন হবে। চূড়ান্ত ভোটার তালিকা ১১ নভেম্বর প্রকাশিত হবে।
মনোনয়নপত্র সরবরাহ করা হবে ১২ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। ভাইস-চেয়ারম্যান ও সেক্রেটারি পদে মনোনয়নপত্রের ফি ৫,০০০ টাকা এবং সদস্য পদে ৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভোটার তালিকা, আচরণ বিধি ও নির্বাচন পরিচালনা বিধিমালা ক্রয়ের মূল্য ২,৫০০ টাকা।
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ নভেম্বর এবং বাছাই ১৬ নভেম্বর গাজীপুর সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক প্রার্থীর তালিকা ১৬ নভেম্বর সকালে প্রকাশ করা হবে। আপত্তি গ্রহণ হবে ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং আপত্তি নিষ্পত্তি একই দিন বিকেল ৩টা থেকে হবে। প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ ১৮ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা ১৯ নভেম্বর সকালে নোটিশ বোর্ডে প্রকাশিত হবে।
ভোট গ্রহণ ২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ভোট গণনার পরই নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার মো. আমিন আল পারভেজ নির্বাচনের সকল ধাপ স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আশ্বাস দিয়ে সবার সহযোগিতা কামনা করেন।