শিরোনাম

চট্টগ্রাম, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি, নিরাপদ ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন- ইতোমধ্যে নগরীরতে স্বাস্থ্য সেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে হেলথ কেয়ার সিস্টেম উদ্বোধন করা হয়েছে। সেই সঙ্গে মায়েদের জন্য ব্রেস্টফিডিং কর্নার স্থাপন করা হচ্ছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেইফ সিটি গড়ার অভিযাত্রায় ১ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ঘরে-ঘরে ময়লা সংগ্রহের কাজ করা হচ্ছে। যাতে করে মানুষ ঘরের ময়লা আবর্জনা রাস্তা-নালায় না ফেলে।
ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর জলবদ্ধতা সমস্যা গত ১ বছরে ৫০ শতাংশ অগ্রগতি হয়েছে। নাগরিকদের যদি বাসার ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার সচেতনতা সৃষ্টি করা যায়, তাহলে এটি সামনে আরো কমে আসবে। ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলার কারণে নদী-নালাতে পড়ে তা ভরাট করে ফেলে। ফলে বর্ষাকালে জলবদ্ধতার সৃষ্টি হয়।
চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন চলতি বছরে নগরীর ৫০-৬০ টি বড় রাস্তার কাজ সম্পন্ন করবে। ইতোমধ্যে ১৪ টি রাস্তার টেন্ডার সম্পন্ন হয়েছে। এই নগরীতে প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য উৎপাদন হয় এবং দৈনন্দিন সংগ্রহ করা হয় ২ হাজার ২০০ টন। বাকি বজ্য সীমাবদ্ধতার কারণে সংগ্রহ করা যাচ্ছেনা।
তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে চসিক নাগরিকদের সেবা হাতের নাগালে নিয়ে আসার জন্য আমার চট্টগ্রাম অ্যাপ নামে একটি অ্যাপ চালু করা হবে, এর মাধ্যমে নাগরিকরা স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসাসহ ১০ টি সেবা নিতে পারবেন। নাগরিকরা তাদের অভিযোগগুলো ও জানাতে পারবেন।
তিনি আরো জানান, চসিক বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের জন্য কোরিয়ান সংস্থার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়ছে। এছাড়াও, বর্জ্য থেকে গ্রিন ডিজেল উৎপাদনের জন্য বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে কথা চলছে। নগরীতে ব্রেস্ট ক্যানসার ও লিভার ক্যানসার রোধে নানা ধরনের সচেতনতা ক্যাম্পেইন করা হয়েছে। স্কুল-কলেজ ও অন্যান্য শিশুদের কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম, সিএমপি কমিশনার হাসান হাবিব আজিজ ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি প্রমুখ।