শিরোনাম

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীর দক্ষিণ খান ঈদগাহ মাঠের পাশে ঢাকা মহানগর উত্তর বিএনপির স্থানীয় নেতাদের উদ্যোগে বুধবার সন্ধ্যায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধের বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধও উপস্থিত ছিলেন।
মোস্তফা জামান বলেন, দেশ এখন এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হেলাল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আহ্বায়ক সদস্য আলী আকবর ও রফিকুল ইসলাম।
এছাড়া উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামসহ দক্ষিণখান থানার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।