বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ২১:২১

মিছিলের প্রস্তুতিকালে ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. সাগর (২০), রেদোয়ান খান স্বাধীন (২১) ও মো. রাব্বি (২২)।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।