শিরোনাম

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) :রাজধানীর আদাবর থানাধীন গোল্ডেন স্ট্রিট এলাকার একটি বাসা থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী টুনটুনকে (৪০) বুধবার দিবাগত রাতে গ্রেফতার করেছে র্যাব-২ এর সদস্যরা। সে জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের সহোদর।
র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে, রাজধানীর আদাবর থানাধীন গোল্ডেন স্ট্রিট এলাকায় একটি বাসায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্য অবস্থান করছে। এ প্রেক্ষিতে র্যাব-২ ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে র্যাব-২ এর একটি দল বুধবার দিবাগত রাতে সেখানে অভিযান চালায়।
এসময় আসামী টুনটুনকে (৪০) আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে কৌশলে মাদকের বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আসামী টুনটুনের দেওয়া তথ্যানুযায়ী তার ভাড়া বাসা থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি এবং অবৈধ অস্ত্র বিক্রি করা অর্থ ৫ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী টুনটুন জানিয়েছে, সে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন স্থানে অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।
উল্লেখ, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, হত্যাচেষ্টা ও হত্যাসহ ১২টি মামলা রয়েছে।