শিরোনাম

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটওয়ারী আজ বলেছেন, সরকার প্রস্তাবিত বিলটি জনসাধারণের যাচাই-বাছাইয়ের জন্য প্রকাশ করার পর এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, সরকার যদি অধ্যাদেশটি জনসাধারণের কাছে প্রকাশ করে, তাহলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব।
নাসিরউদ্দীন বলেন, সরকারের উচিত আদেশের প্রকৃত অংশ জনগণের সামনে প্রকাশ করা। জনগণকে তা দেখতে এবং বিচার করতে দিন। তবেই আমরা স্বাক্ষর করব। জনগণকে অন্ধকারে রেখে আমরা কোনো কিছুতে স্বাক্ষর করতে চাই না।
নাসিরউদ্দীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, এনসিপি গোপনে গৃহীত কোনো পদক্ষেপ অনুমোদন করবে না।
তিনি আরো বলেন, তারা সময় বাড়াতে পারে। ঐকমত্য কমিশন ইতোমধ্যেই একটি তারিখ দিয়েছে, আমরা তাদের কাছে আদেশটি জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানাচ্ছি এবং একবার আমরা এটি দেখার পর স্বাক্ষর করব।
এনসিপির প্রধান সমন্বয়কারী নির্বাচনী প্রতীক শাপলা রাখার দলের দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা বারবার বলেছি—এনসিপি তাদের নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা চায়। আমরা শাপলা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং এই বিষয়ে কোনো আপস করব না।
নাসিরউদ্দীন বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি—যেন অবিলম্বে শাপলা-কে প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং এনসিপির প্রতীকের অধিকার পুনরুদ্ধার করা হয়।
রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ণ ট্রেড সেন্টারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির যুব শাখা জাতীয় যুবশক্তি আয়োজিত এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং যুব সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী।