বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ১৯:২৪

গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলন আগামীকাল

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলন আগামীকাল শুক্রবার বেলা আড়াইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হবে।

‘জনগণের বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল প্রারম্ভিক বক্তব্য দেবেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এডভোকেট হাসনাত কাইউম, ভাষানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ ইহসানুল হুদা, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডা. ফরিদুজ্জামান ফারহাদ, জাতীয় মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সমন্বয়ক মাসুদ রানা ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর আহ্বায়ক আলী আহসান জনায়েদসহ জাতীয় নেতৃবৃন্দ এ সম্মেলনে বক্তব্য রাখবেন।