শিরোনাম

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : অনলাইনে পণ্য বিক্রির নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতারকৃতরা হলেন মো. সাইফুল ইসলাম (২৯) ও মো. রিফায়েত মোল্লা (২২)। গতকাল খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানার আউটার বাইপাস রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ৫ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চাঁদপুর ইলিশের হাট’ ও ‘চাঁদপুর ইলিশের হাট পুরাতন বাজার’ নামে ফেসবুক পেজের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে ইলিশ বিক্রির নামে প্রতারণা করা হয়। ভুক্তভোগী প্রতারকদের দেওয়া বিকাশ নম্বরে প্রথমে সাড়ে পাঁচশ টাকা অগ্রিম পাঠান। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে প্রতারকেরা মোট ১৯ হাজার ৩৪৮ টাকা হাতিয়ে নেয়ার পর ফেসবুক ও মোবাইল নম্বর থেকে ভুক্তভোগীকে ব্লক করে দেয়।
ঘটনার পর ভুক্তভোগী ‘ইনফর্ম এটিইউ’ অ্যাপের মাধ্যমে অভিযোগ করলে এটিইউ’র একটি চৌকস দল তদন্তের মাধ্যমে অভিযুক্তদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।