বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ১৭:২৬

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর ও লালবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও লালবাগ থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে বুধবার অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃতরা হলো— রিয়াজ (২১), আক্তার হোসেন  (১৯), নাজমুল (২২), হেলাল  (২০), রাফি (২০), লিমন  (২০), স্বপন  (৩০), ইমন  (১৯), জাহিদ  (২৪), আলামিন (২২), নাঈম  (২৫), মুক্তার (২৪), শাকিল  (২৬), মমতাজ  (২৩), রিয়াদুল  (২৮), বাবু (২৭), আলাউদ্দিন (২৯), চান মিয়া  (৪৫), হাসিবুল (২৬) ও শাকিল (২৫)।

এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, তিনটি লোহার রড ও একটি চাকু উদ্ধার করা হয়। 

অপরদিকে লালবাগ থানা সূত্রে জানা যায়, বুধবার লালবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— মো. রফিকুল ইসলাম (৪৫), মো. বাদশা (৪৫), মো. জয়নাল আবেদীন (৫০), মো. স্বপন (৫৫), মো. আমজাদ (৬০), আবুল কাশেম (৫৫), মো. আব্দুল মতিন (৩২), শফিকুল ইসলাম (৪৫), আরিফ হোসেন (৩৫), মো. রনি হোসেন রিপন (৩৬),  আনোয়ার হোসেন (৩৪), মো. মোশারফ হোসেন (৩৪), সোহাগ বেপারী (৪৫), মো. নাইমুর রহমান সাজিদ (২৬), মো. সোহাগ (২২), মো. মোস্তফা হাওলাদার (৪৫), মো. সোহেল মল্লিক (৩৫) ও মো. আকবর (৩৫)। 

লালবাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।