শিরোনাম

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসহ আটটি দল।
স্মারকলিপিতে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) কার্যকর করা ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানানো হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে আটটি দলের প্রতিনিধিরা পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেন। এসময় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদান শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ আট দলের প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তারা বলেন, আমরা আটটি দল আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে করার জন্য এই দাবিগুলো জানিয়েছি। আমাদের বিশ্বাস এই দাবির আলোকে ইসি পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় আট দলের নেতৃবৃন্দ আগামী ৩ নভেম্বর বৈঠক করে এ বিষয়ে কার্যকর ও সময়োপযোগী কর্মসূচি প্রদান করবে।
স্মারকলিপিতে বলা হয়েছে, ‘দেশবাসী মনে করে গণভোট ব্যতীত জুলাই জাতীয় সনদ, আইনগত টেকসই ভিত্তি পাবে না। জনগণের দাবি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে।
আমরা ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ, ভোটকেন্দ্র দখল, পেশিশক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ, কোয়ালিটি-সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইনপ্রণেতা তৈরিসহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি।
অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন কমিশন ফেব্রুয়ারি ২০২৬ এ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন। ইতোমধ্যে উপদেষ্টা পরিষদ গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী অনুমোদন করেছে। আমরা লক্ষ্য করছি সরকার কর্তৃক সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক দল দাবি জানিয়েছে। আমরা মনে করি এ দাবি কোনো অবস্থাতেই গ্রহণ করার সুযোগ নেই।
এর আগে বৃহস্পতিবার সকালে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবিতে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সামনে ও মেট্রোরেল স্টেশনের কাছে পাকামার্কেট সংলগ্ন সড়কের পাশে অস্থায়ী মঞ্চ করে তারা সমাবেশ করে আট দল।
আটটি দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি পাঁচ দফা নিয়ে আন্দোলন করছে।
মেট্রোরেল স্টেশনের কাছে পাকামার্কেট সংলগ্ন সড়কের পাশে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ করে বেলা ১১ টায় জামায়াত নেতারা সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নির্বাচন ভবনের সামনের এলাকায় ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ অন্য দলগুলো ব্যানার নিয়ে সমাবেশ করে সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট করার দাবি জানায়।