শিরোনাম

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। দলকে ঐক্যবদ্ধ রাখবেন। কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না। ঘরে বসে থাকলে চলবে না। মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। ভোট চাইতে হবে।
আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্বাচনী প্রচারণা কালে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘চুয়াডাঙ্গার মানুষ যখনই ধানের শীষ পেয়েছে তখনই ধানের শীষকে বিজয়ী করেছে। এই ধানের শীষ মাওলানা ভাসানী, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ। বর্তমানে এই ধানের শীষ যুবকদের প্রিয়, এদেশের মানুষের সবচেয়ে প্রিয় আমাদের নেতা তারেক রহমানের, বিএনপির ধানের শীষ।’
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার মানুষ সব সময় ন্যায়ের পক্ষে থেকেছে। অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি। অন্যায়ের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সেই বিএনপিকে নিয়ে যারা ব্যবসা করতে চেয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষ, চুয়াডাঙ্গার মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ দেশে স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায় প্রতিষ্ঠা করবে। তেমনি চুয়াডাঙ্গার মানুষ স্বাধীনতা, ন্যায় প্রতিষ্ঠা করবে, গণতন্ত্রের পক্ষে কাজ করবে।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে কৃষক, শ্রমিক, খেটে খাওয়ার মানুষের বাংলাদেশ গড়বে বিএনপি।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। দলকে ঐক্যবদ্ধ রাখবেন। কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না। ঘরে বসে থাকলে চলবে না। মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। ভোট চাইতে হবে।
এ দেশের প্রকৃত মালিক দেশের জনগণ তাদের সেই মালিকানা ফিরিয়ে দিতে তাদের সমর্থন লাগবে এটা বুঝাবেন। আগেও এ দেশের জনগণ ধানের শীষে ভোট দিয়েছে এবারও দিবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে।
এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।