বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ১৫:৪৪

অন্ধ আবদুল গফুর মল্লিকের পাশে দাঁড়ালেন রুহুল কবির রিজভী

ছবি: বাসস

রাজবাড়ী, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের অসহায়, অসুস্থ ও অন্ধ আবদুল গফুর মল্লিকের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তিনি আবদুল গফুরের খোঁজখবর নেন এবং ১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।

দীর্ঘদিন ধরে দৃষ্টি শক্তিহীন ৭৫ বছর বয়সি আবদুল গফুর জীবনের শেষ প্রান্তে এসেও মানবেতর জীবনযাপন করছেন। চোখে আলো না থাকলেও তিনি কারও কাছে হাত না পেতে নিজেই পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। 

কখনও গ্রামের রাস্তায়, কখনও বাসে উঠে যাত্রীদের কাছে ঘুরে-ঘুরে নিজের হাতে বানানো মোয়া, মুড়কি ও বাদাম বিক্রি করেন তিনি। এতে যা আয় হয়, তা দিয়েই কোনোরকমে তার সংসার চলে।

মানবিক সহায়তা প্রদানকালে রুহুল কবির রিজভী বলেন, ‘আবদুল গফুরের মতো মানুষই প্রকৃত সংগ্রামী। তিনি প্রতিকূল জীবনের কাছে হার মানেননি। তারেক রহমানের নির্দেশে আজ তার পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অসহায় অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র নেতা এড. লিয়াকত, এড. কামরুল ইসলাম, আসলাম মিয়া, হারুনুর রশিদ ও আবদুস সালাম।

এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ আবদুল গফুরের চিকিৎসা ও ভবিষ্যৎ সহায়তার আশ্বাস দেন।