শিরোনাম

লক্ষ্মীপুর, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নতুন প্রজম্মকে সঠিক পথ দেখাতে রাজনীতিবিদ, শিক্ষক ও অভিভাবকসহ সবার দায়িত্ব রয়েছে।
আজ লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলে আয়োজিত বই পাঠ-উত্তর প্রতিক্রিয়া লিখন-পর্যালোচনা ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, সমাজে যেভাবে মাদকের প্রভাব বিস্তার করছে। এতে করে সমাজটা কলুষিত হয়ে পড়ছে। মাদকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্তানরা। এর দায় অভিভাবক ও রাজনীতিবিদসহ সবাইকে নিতে হবে। এর দায় সবার পড়ে। তাই কেউ রক্ষা পাবে না। বর্তমান নতুন প্রজম্মের সামনে যদি সবাই একত্রিত হয়ে কাজ করি, তাহলে সমাজ থেকে অনেক অন্যায় ও অত্যাচার দূর করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, নতুন প্রজম্মকে সঠিক পথ দেখানোর দায়িত্ব রাজনীতিবিদ, শিক্ষক ও অভিভাবকসহ সবার। তাই পড়ালেখা ও খেলাধুলার বিকল্প নেই। পড়ালেখা ও খেলাধুলার পাশাপাশি কুইজ প্রতিযোগতা এবং অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে মনোনিবেশ করতে হবে। এসব অন্তর্ভুক্তি অনুষ্ঠানের মাধ্যমে সমাজ থেকে অপরাধ দূর হবে। তাই এসব অনুষ্ঠান করা খুবই জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, পড়ালেখা ও খেলাধুলায় মনোনিবেশ করার মাধ্যমে নতুন প্রজম্মকে সঠিক পথ দেখাতে হবে। সেদিকে প্রত্যেক অভিভাবক ও শিক্ষকদের খেয়াল রাখতে হবে।