বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ১৩:০৮

বিএনপি নেতা নাজিম উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

ছবি : বাসস

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫(বাসস) : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপির শ্রম সম্পাদক এ. এম. নাজিম উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও ডান পায়ে ডায়াবেটিসজনিত নেক্রোটাইজিং ফ্যাসাইটিসে আক্রান্ত হয়ে প্রথমে তিনি বারডেম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে গিয়েছিলেন নাজিম উদ্দীন। তবে চিকিৎসা সেবার ব্যয় অতিমাত্রায় বেড়ে যাওয়ায় দেশে ফিরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে ভর্তি হন।

তার চিকিৎসার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের পরামর্শ অনুযায়ী তার হাঁটুর উপরের অংশ পর্যন্ত এম্পুটেশনসহ তিনটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

নাজিমউদ্দিন ও তার পরিবার তার রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।