বাসস
  ২৯ অক্টোবর ২০২৫, ১৬:২৫

জামায়াত নেতাদের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক 

ছবি : বাসস

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে কমনওয়েলথের একটি প্রতিনিধি দল আজ বুধবার সকালে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।

কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন-ড. দিনুষা পণ্ডিতরত্ন, ন্যান্সি কানিয়াগো, সার্থক রায় এবং ম্যাডোনা লিঞ্চ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, গণতন্ত্র টেকসইকরণ, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরো শক্তিশালী করা এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের অগ্রগতিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পর্যবেক্ষক দলের ভূমিকা নিয়েও মতবিনিময় হয়।

কমনওয়েলথ প্রতিনিধি দল বৈঠকে জানান, আগামী জাতীয় নির্বাচনে তারা একটি পর্যবেক্ষক দল পাঠাবে।

বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে দলের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।