বাসস
  ০৭ অক্টোবর ২০২৫, ১৮:৪৮

নেপালের ভিডিও বাংলাদেশের বলে প্রচার: বাংলাফ্যাক্ট

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপি নেতা সাংবাদিককে মারধর করেছেন- এমন দাবি করে নেপালে ছাত্র আন্দোলনকালীন তোলা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘সাংবাদিককে মারধরের এই ভিডিওটি নেপালের, বাংলাদেশের নয়’। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, চাঁদা নিতে বাধা দেওয়ায় এক বিএনপি নেতা সাংবাদিককে প্রকাশ্যে মারধর করেছেন।

তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। এটি আসলে নেপালে ছাত্র আন্দোলন চলাকালীন ভারতের এক সাংবাদিককে চড় দেওয়ার দৃশ্য। ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, অযসবফ কযধনববৎ নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১২ সেপ্টেম্বর একই ভিডিও প্রকাশ করা হয়েছিল। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, নেপালের রাজধানীতে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন চলাকালে এক ভারতীয় সাংবাদিককে আন্দোলনকারীরা আক্রমণ করেন। একই দিনে ভারতীয় গণমাধ্যম News9live-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ভিডিও পাওয়া যায়, যেখানে একই তথ্য উল্লেখ করা হয়েছে।

গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তী সরকার, সম্প্রতি খাগড়াছড়ি বিষয়ে, চব্বিশের আন্দোলনে অংশ নেয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।