শিরোনাম
ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : একটি প্রতারক চক্র কাল্পনিক প্রতিষ্ঠানের নামে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলার প্রধান আসামিকে খুলানা থেকে গ্রেফতার করেছে সিআইডি।
সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ টিম রোববার মো. সেলিম শেখ (৪৫) নামের এ প্রতারককে
খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বালিয়াখালী এলাকা থেকে গ্রেফতার করে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রতারক চক্রটি পাওয়ার মেক্স লিমিটেড নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠানের নামে ভুক্তভোগীদের কাছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রির প্রলোভন দেখিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করে।
প্রতারণার অংশ হিসেবে তারা মিথ্যা ওয়ার্ক অর্ডার প্রস্তুত করে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করে অর্থ হাতিয়ে নেয়। এ ঘটনায় ঢাকার শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্তের দায়িত্ব সিআইডির কাছে অর্পণ করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পাঁচদিনের রিমান্ডের আবেদনসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।