বাসস
  ০৫ অক্টোবর ২০২৫, ১৭:৪৭

নির্বাচনে সাংগঠনিক শক্তি ও বুদ্ধিমত্তার লড়াইয়ের আহ্বান মুফতি ফয়জুল করীমের

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ফাইল ছবি

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, স্বাধীনতার পর আসন্ন জাতীয় নির্বাচন জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। 

তিনি আরো বলেন, এটি হবে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন মানবিক রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে লড়াই। চাঁদাবাজি, সন্ত্রাস, পেশিশক্তি ও কালোটাকা নির্ভর রাজনীতির বিপরীতে সাম্য, মর্যাদা ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার নির্বাচন হবে এটি।

তিনি আরো বলেন, আমরা ৩০০ আসনেই প্রার্থী দিয়েছি। রাজনৈতিক সমঝোতা যা হওয়ার তা সময় মতো হবে। তবে, আমরা জয়ের আশায় লড়বো এবং প্রতিটি প্রার্থীকে সংগঠন শক্তিশালী করে ভোটারদের দুয়ারে পৌঁছাতে হবে।

গত শুক্রবার রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিকভাবে মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের দিনব্যাপী দ্বিতীয় দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম আরো বলেন, আমাদের কর্মকৌশল হবে রাসূলুল্লাহ (সা.)-এর সেই পথ অনুসরণ করা, যেখানে তিনি নবুওয়াতের পূর্বেই মানুষের কল্যাণে কাজ করেছেন।

দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় নির্বাচন পরিচালনা, প্রচারণা, গণসংযোগ ও স্মার্ট ক্যাম্পেইন কৌশল নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।