শিরোনাম
ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারকালে বিপুল পরিমাণ মটর ডাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত তিনটার দিকে হাতিয়া ও রামগতি কোস্ট গার্ড স্টেশন নোয়াখালীর হাতিয়া থানার হর্ণী টাংকির খাল এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এসময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে ২২ হাজার ৬২৫ কেজি মটর ডাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১০ লাখ ১৮ হাজার ১২৫ টাকা।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।