শিরোনাম
চট্টগ্রাম, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : গত ২৪ ঘণ্টায় নগরীর হাসপাতালগুলোতে ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসে আক্রান্ত হয়েছেন ১১৮ জন।
আজ শনিবার (৪ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গু প্রতিবেদনের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩২ জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আটজন ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৬ জন পুরুষ, ১৬ জন নারী ও আটজন শিশু।
চলতি বছর মোট আক্রান্ত ২ হাজার ৬৩৩ জনের মধ্যে চট্টগ্রাম মহানগরীতে ১ হাজার ৪০৬ জন ও উপজেলায় ১ হাজার ২২৭ জন। এদের মধ্যে ১ হাজার ৩৭৭ জন পুরুষ, ৮১৩ জন নারী ও ৪৪৩ জন শিশু। জেলায় ডেঙ্গু রোগে মারা গেছেন ২০ জন, এর মধ্যে ১১ জন পুরুষ, ৬ জন নারী ও তিনজন শিশু।এদিকে ১৫ উপজেলায় আক্রান্ত ১ হাজার ২২৭ জনের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী সীতাকুণ্ডে ৪৮৬ জন ও বাঁশখালীতে ১৭৬ জন। সবচেয়ে কম রোগী বোয়ালখালীতে ১২ জন।