শিরোনাম
রাজশাহী, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজশাহী কেন্দ্রীয় উদ্যান মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
আজ শনিবার সকালে তিনি এ মসজিদটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সিনিয়র সচিব নির্মাণ সামগ্রীর মান পর্যবেক্ষণ করেন এবং দৃষ্টিনন্দন এই মসজিদেও প্রশংসা করেন। পরে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রমুখ।