শিরোনাম
ঢাকা, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাম পরিবর্তন করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন করা হয়েছে। দলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট হাসনাত কাইয়ুম।
আজ শুক্রবার রাজধানীর জোয়ার সাহারার এসএকে সেন্টারে সংগঠনের সম্মেলনে এসব সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ২০১২ সালের গণতান্ত্রিক সংবিধান আন্দোলন থেকে শুরু হয়ে ২০২১ সালে জন্ম নেয়া রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের বিশেষ প্রতিনিধি সম্মেলন করেছে। সম্মেলনে দলের সারাদেশের ১৩০ কমিটির প্রায় ২০০ প্রতিনিধি যোগ দেন।
জুলাই সনদের যৌক্তিক ও টেকসই পরিণতি নিশ্চিত করার প্রতিজ্ঞা করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নব নির্বাচিত নির্বাহী কমিটি। সম্মেলনে দলের নাম পরিবর্তন করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঘোষণা করা হয়। কাউন্সিলে দলের নতুন নির্বাহী কমিটিও নির্বাচিত হয়। সেখানে সভাপতির দায়িত্বে এডভোকেট হাসনাত কাইয়ূম নির্বাচিত হন।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন দলের নব নির্বাচিত সভাপতি হাসনাত কাইয়ূম। তিনি জানান, ২০১২ সালে সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে শুরু হওয়া একটা ছোট গ্রুপ আজ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হয়েছে। দলটি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে জনমত তৈরি করতে সমর্থ হয়েছে। কিন্তু মানবিক রাষ্ট্রের বাস্তবায়ন এখনো সম্ভব হয় নাই। সে লক্ষ্যে জুলাই সনদের একটি টেকসই এবং সকলের কাছে গ্রহণযোগ্য বাস্তবায়নের পদ্ধতি জরুরি। রাষ্ট্র সংস্কার আন্দোলন জুলাই সনদের টেকসই ও সকলের কাছে গ্রহণযোগ্য বাস্তবায়নের উপর শুরু থেকেই গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি আরো বলেন, হাসিনার নির্বাচন কমিশন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন দেয়নি। পরবর্তীতে আদালত রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দেয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। নির্বাচন কমিশন দ্রুততম সময়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন প্রদান করবেন বলে তিনি আশা করেন।