বাসস
  ০৩ অক্টোবর ২০২৫, ১৯:৩৭

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আটক এবং ত্রাণ সহায়তাকারীদের গ্রেফতারের প্রতিবাদ নাগরিক ঐক্যের

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনিদের সহায়তার জন্য গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌযানগুলোকে আন্তর্জাতিক জলসীমায় ইজরায়েলি বাহিনি কর্তৃক আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নাগরিক ঐক্য।

নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির এক জরুরি বৈঠকে প্রতিবাদ জানানো হয়। গতকাল (২ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে এই জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। নাগরিক ঐক্যের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

বৈঠকে নাগরিক ঐক্যের  নেতৃবৃন্দ অবিলম্বে আটক মানবিক সহায়তাকারীদের মুক্তি এবং গাজায় সহায়তা পৌঁছানোর দাবি জানিয়েছে। একইসাথে তারা গাজা ও পশ্চিম তীরে ইজরায়েলের অবৈধ দখল বন্ধ, গাজায় গণহত্যা এবং অবরোধ বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক সমর্থন তৈরির উদ্যোগ নেবার আহবান জানিয়েছেন।  

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্যের প্রার্থীতার প্রাথমিক বাছাই নিয়ে আলোচনা হয়। ইতোমধ্যে আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ে ৫৬ জনের তালিকা অনুমোদিত হয়।

সভায় নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা সাকিব আনোয়ার এবং এস এম এ কবীর হাসানকে সর্বসম্মতিক্রমে যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়।