বাসস
  ০৩ অক্টোবর ২০২৫, ১২:৩৬
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৩

ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

ভাষা সৈনিক আহমদ রফিক এবং ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: কোলাজ বাসস

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোকও দুঃখ প্রকাশ করেছেন। 

আজ এক শোক বার্তায় উপাচার্য বলেছেন, মহান ভাষা আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা পালন করেছিলেন। 

ভাষা আন্দোলনে তাঁর এই অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তিনি ভাষা আন্দোলনের ইতিহাস, কবিতা ও প্রবন্ধসহ শতাধিক গ্রন্থ রচনা করেছেন। তাঁর এসব লেখা নতুন প্রজন্মকে প্রেরণা জোগাবে।

উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ভাষা সৈনিক আহমদ রফিক বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।