শিরোনাম
ঢাকা, ২ অক্টোবর ২০২৫ (বাসস) : চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে মোট ৯৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মধ্যে বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি ৬০৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত সন্দেহে ৩৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানিয়েছেন।
এ সময় একটি ছুরি, একটি থ্রি-কোয়ার্টার এলজি, তিনটি কার্তুজ ও দুটি পাইপগান উদ্ধার করা হয়।