বাসস
  ০২ অক্টোবর ২০২৫, ১৭:১১

রাজধানীর নাখালপাড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ঢাকা, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-২। 

গ্রেফতারকৃতরা হলো- মো. আনিসুর রহমান (৫০) এবং রহিমা (২৮)। গতকাল দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

র‌্যাব-২-এর সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।