বাসস
  ০২ অক্টোবর ২০২৫, ১৫:২৮

তরুণ প্রজন্মই বিএনপির আগামীর প্রধান শক্তি : ব্যারিস্টার রুহুল কুদ্দুস 

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজ ঝিনাইদহের মহেশপুর উপজেলা ডাকবাংলো মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি : বাসস

ঝিনাইদহ, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): তরুণ প্রজন্মই হবে বিএনপির আগামীর প্রধানতম শক্তি। তারুণ্যের শক্তিকে দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে বিএনপি বদ্ধপরিকর। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এ মন্তব্য করেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিল এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলা ডাকবাংলো মিলনায়তনে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার কাজল বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। আগামী নির্বাচনে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে নিয়ে দেশ গঠনে কাজ করবে বিএনপি।

মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি এম রায়হান, মিজানুর রহমানসহ জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিক এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, একজন সংসদ সদস্যের প্রধান দায়িত্ব আইন প্রণয়ন। আইন পেশায় আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হবো বলে বিশ্বাস করি। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে আমার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। 

ব্যারিস্টার কাজল বলেন, দলীয় মনোনায়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তরুণ প্রজন্মকে গঠনমূলক রাজনীতিতে সম্পৃক্ত করে আধুনিক ও উন্নত ঝিনাইদহ-৩ গড়ে তোলা হবে।

বিশিষ্ট আইনজীবী কাজল বলেন, গত ১৫ বছরে দেশে ভোটের অধিকার ছিল না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল। এবার তাদের তৈরি সন্ত্রাসবিরোধী আইনেই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দেবেন, সবাই তার পক্ষেই কাজ করব। 

বিএনপির এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করবে। সরকার গঠনের পর তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে সুষম উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।