বাসস
  ০১ অক্টোবর ২০২৫, ২৩:৫০

ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন

ঢাকা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বুধবার রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং হরিজন সেবক সমিতি আয়োজিত মিরন জিল্লা সিটি কলোনি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।

পূজা মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন সচিব ও প্রশাসক। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত আরতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মিরন জিল্লা সিটি কলোনিতে হরিজন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশে ধর্মের নামে, গোষ্ঠীর নামে, সম্প্রদায়ের নামে কোনো বৈষম্য থাকবে না।’

তিনি আরও বলেন, স্থানীয় সরকার উপদেষ্টার নির্দেশক্রমে দেশের প্রতিটি জেলায় হরিজন সম্প্রদায়ের আবাসন নিশ্চিত করা হবে। পাশাপাশি হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং সমাজের মূলধারায় অন্তর্ভুক্তির জন্য স্থানীয় সরকার বিভাগ বিশেষ প্রকল্প গ্রহণ করবে।

ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, ডিএসসিসি এলাকায় ১৬৯টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজা নির্বিঘ্ন করতে ডিএসসিসি কর্তৃপক্ষ পূজা মণ্ডপ ও আশপাশের এলাকার রাস্তা মেরামত, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন এবং নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও প্রতিটি মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, ডিএসসিসিতে কর্মরত হরিজন সম্প্রদায়ের সদস্যদের জন্য দশতলা বিশিষ্ট চারটি ভবন নির্মাণ করা হচ্ছে এবং তাদের জন্য সকল নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে।

পূজামন্ডপ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ডিএসসিসি এলাকায় বিরাজ করছে ধর্মীয় সম্প্রীতির চিত্র এবং প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন হচ্ছে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে।