বাসস
  ০১ অক্টোবর ২০২৫, ২১:৪২

স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু

বুধবার বিকেলে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের সাকোয়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন ও আয়োজক কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ছবি: বাসস

লালমনিরহাট, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সব ধর্মের মানুষের সম্মিলিত আত্মদানের ফসল।

বুধবার বিকেলে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের সাকোয়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন ও আয়োজক কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন, জীবন উৎসর্গ করেছেন। তাদের সম্মিলিত আত্মদানেই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। তাই এ দেশ সবার, আর স্বাধীনতার চেতনা গড়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করা প্রতিটি নাগরিকের মানবিক দায়িত্ব। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে লালমনিরহাট জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন সমন্বিতভাবে কাজ করছে জানিয়ে দুলু বলেন, এরই অংশ হিসেবে তিনি প্রতিদিন জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন, আয়োজকদের সঙ্গে মতবিনিময় করছেন এবং দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

সাকোয়া সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজকদের সঙ্গে আলোচনায় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।