বাসস
  ০১ অক্টোবর ২০২৫, ১৩:১৩

পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা সেনানিবাসের জিওসি

বুধবার ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল নাজিমউদ্দৌলা কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। ছবি : বাসস

কুমিল্লা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল নাজিমউদ্দৌলা পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন। 

আজ সকাল সাড়ে ১১ টায় নগরের ঈশ্বর পাঠশালার মহশাঙ্গন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল চন্দ্র দেবনাথ, সদস্য সচিব সঞ্জিৎ দেবনাথ।

পরিদর্শন শেষে তিনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। উপস্থিত পূজার্থীদের শারদীয় শুভেচ্ছা জানান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে জিওসি মেজর জেনারেল নাজিমউদ্দৌলা বলেন, আমরা সকলে এদেশের মানুষ। প্রত্যেকটা অনুষ্ঠানে সমান ভাগিদার। হিন্দু সম্প্রদায় এখন দুর্গাপূজা পালন করছে, আমি মনে করি দিবসটি আমরা সমভাবে উদযাপন করি। আমি দেখেছি, জেনেছি খুব সুন্দরভাবে পূজা উদযাপন হচ্ছে। সুন্দরভাবে পূজার পরিসমাপ্তি হবে বলে আমরা আশা করছি।