বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮

ডিএসসিসি সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ডিএসসিসি সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। ছবি : বাসস

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এর সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি (এলসিসি) এর প্রথম সভা আজ দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া। স্থানীয় সরকার বিভাগের ‘সিটি কর্পোরেশন নাগরিক সমম্পৃক্তকরণ নির্দেশিকা’ এর আলোকে গঠিত এ কমিটিতে ৭১ জন সদস্য রয়েছেন এবং সবাই সভায় অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, সিএলসিসি একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ও পরামর্শমূলক ফোরাম, যেখানে শহরের উন্নয়ন, বাজেট, নাগরিক সেবা ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। কমিটি চাইলে উন্নয়ন ও সেবামূলক কর্মপরিকল্পনা নিয়ে সুপারিশ দিতে পারে, যা ডিএসসিসির কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়। এ সভায় সিটি কর্পোরেশনের বার্ষিক বাজেট ও উন্নয়ন পরিকল্পনা, আর্থিক বিবরণী, বার্ষিক অগ্রগতি প্রতিবেদন, নাগরিক জরিপের ফলাফল, সামাজিক সমস্যার সমাধানে নেওয়া পদক্ষেপ, সেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং নাগরিক সেবায় চ্যালেঞ্জ- এসব বিষয়ে আলোকপাত করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘জুলাই-পরবর্তী নাগরিক প্রত্যাশা পূরণে সিএলসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে সরাসরি জনগণের মতামতের প্রতিফলন ঘটে। নাগরিকদের চাহিদা অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করলে সেবা প্রদানের মান আরও উন্নত হবে।’

তিনি বিশেষভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার জন্য ডিএসসিসির উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে তিনি নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে সিএলসিসির সদস্যদের সক্রিয় ভূমিকা কামনা করেন।

সভায় সদস্যরা ডিএসসিসির কার্যক্রম, বাজেট ব্যবহার, চলমান উন্নয়ন প্রকল্প এবং নাগরিক জরিপের ফলাফল নিয়ে আলোচনা করেন। তারা বিভিন্ন সেবা খাতের উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবেলায় গঠনমূলক সুপারিশ প্রদান করেন।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, সকল বিভাগীয় প্রধান এবং আন্তর্জাতিক সহযোগী সংস্থা সিফরসি২-এর টিম লিডার মিস নাউকু আনজাইসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।