বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:০২

চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করতে ইউএনওপিএস-তাকেদা’র যৌথ উদ্যোগ

প্রতীকী ছবি

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): তাকেদা ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেডের সঙ্গে অংশীদার হয়ে জাতিসংঘ প্রকল্প সেবা দপ্তর (ইউএনওপিএস) বাংলাদেশের চিকিৎসা বর্জ্য সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে।

এই উদ্যোগের লক্ষ্য হলো লাখ লাখ মানুষকে সুরক্ষা দেওয়া এবং স্বাস্থ্য খাতে জলবায়ুর ক্ষতিকর প্রভাব প্রতিরোধ করার সক্ষমতা বৃদ্ধি করা।

তাকেদার ৭১ লক্ষ মার্কিন ডলার (১ হাজার ২৩ মিলিয়ন জাপানি ইয়েন) সহায়তায় এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে ৭৩ লাখের বেশি মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের আওতায় ছয়টি আধুনিক চিকিৎসা বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হবে, যা দৈনিক হাজার হাজার মানুষকে সেবা দেবে এবং প্রতি বছর ১৮ লাখ মানুষ সেবা পাবে।

বাংলাদেশে হাসপাতালগুলোতে প্রতি শয্যায় দিনে প্রায় ৩ কেজি ৪ গ্রাম বর্জ্য উৎপন্ন হয়, যা ২০১৯ সালে ছিল মাত্র ২ কেজি। ৮০ শতাংশের বেশি পৌরসভায় যথাযথ বর্জ্য প্রক্রিয়াকরণ সুবিধা নেই, ফলে কমিউনিটিগুলো সংক্রামক বর্জ্যের ঝুঁকিতে থাকে।

মৌসুমি বন্যাও ঘূর্ণিঝড়ের কারণে অপরিশোধিত চিকিৎসা বর্জ্য নিকটবর্তী জলাধারে ছড়িয়ে পড়ে, যা এইচআইভি, হেপাটাইটিস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এই প্রকল্পের আওতায় ১ হাজার ৪শ’ জন স্বাস্থ্যকর্মী ও বর্জ্যকর্মী প্রশিক্ষণ পাবেন এবং ২৫০ জন কমিউনিটি নেতা ও স্বেচ্ছাসেবক নিরাপদ বর্জ্য পরিচালনা ও নিষ্পত্তির চর্চা প্রচার করবেন।

ইউএনওপিএস-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক সঞ্জয় মাথুর বলেন, এই অংশীদারিত্ব বাংলাদেশে আরো নিরাপদ এবং জলবায়ু-সহনশীল স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে। আমরা একসঙ্গে চিকিৎসা বর্জ্য সমস্যা মোকাবিলা করছি এবং স্থানীয় সক্ষমতা শক্তিশালী করছি।

তাকেদা’র গ্লোবাল সিএসআর এন্ড পার্টনারশিপ স্ট্র্যাটেজির প্রধান তোশি আন্দো বলেন, এই সহযোগিতা বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের জন্য আমাদের অভিন্ন প্রতিশ্রুতি প্রতিফলিত করে। আমরা একটি টেকসই মডেল তৈরি করতে চাই, যা জনস্বাস্থ্য সুরক্ষিত রাখবে এবং বিশ্বের অন্যান্য উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োগ যোগ্য হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, এই উদ্যোগ বাংলাদেশকে জলবায়ু সহনশীলতা, উন্নত শাসনব্যবস্থা ও স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়নের সঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণকে সংযুক্ত

করার ক্ষেত্রে একটি পুনরায় ব্যবহারযোগ্য নকশা প্রদান করেছে।