বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১

স্কুল-কলেজে গার্ল গাইডস্ ও রেঞ্জার কার্যক্রম গতিশীল করতে নতুন নির্দেশনা

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্কুল-কলেজে গার্ল গাইডস্ ও রেঞ্জার কার্যক্রম গতিশীল করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক শারীরিক শিক্ষা মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সোমবার এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডস্ ও রেঞ্জার কার্যক্রম গতিশীল করতে নিম্নোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব স্কুল ও কলেজে গার্ল গাইডস্ ও রেঞ্জার কার্যক্রম গতিশীল করণের জন্য নিয়মিত সভা করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানগণ ইউনিট গঠন, প্রশিক্ষণ এবং সেবামূলক কার্যক্রমের ত্রৈমাসিক রিপোর্ট পরবর্তীমাসের ৫ তারিখের মধ্যে মাউশি সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে প্রেরণ করবেন এবং আঞ্চলিক অফিস ১০ তারিখের মধ্যে পূর্ববর্তী ত্রৈমাসিক রিপোর্ট [email protected] মেইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রেরণ করবেন।

গার্ল গাইডস্ ও রেঞ্জার, গার্ল ইন স্কাউট’র তহবিলের আদায়কৃত ফি প্রতিষ্ঠান প্রধান ও পার্ল গাইডস্ ও রেঞ্জার গাইডার-এর যৌথ স্বাক্ষরে উত্তোলনপূর্বক শুধুমাত্র গার্ল গাইডস্ ও রেজার কার্যক্রমেই ব্যয় করতে হবে।

এ ছাড়াও শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত ফি সরকারি পরিপত্র অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা গার্ল গাইডস্ ও রেঞ্জার, জেলা গার্ল গাইডস্ ও রেজার এ আবশ্যিকভাবে নিয়মিত পরিশোধ করতে হবে।

গার্ল গাইডস্ ও রেঞ্জার গাইডার এক বছরের জন্য কার্যক্রমের পরিকল্পনা তৈরী করে সংশ্লিষ্ট গ্রুপ কমিটির অনুমোদন নিয়ে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।

কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা তা প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবেন।

কোন শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডস্ ও রেঞ্জার গাইডার না থাকলে প্রতিষ্ঠান প্রধান অতি শিগগিরই সংশ্লিষ্ট জেলা/অঞ্চলে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবেন।

শিক্ষাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে গার্ল গাইডস্ ও রেঞ্জারদের সম্পৃক্ত করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানগণ গার্ল গাইডস্ ও রেঞ্জার কার্যক্রমের একটি বার্ষিক রিপোর্ট তৈরি করে জানুয়ারি ৩১ তারিখের মধ্যে মাউশি আঞ্চলিক অফিসে প্রেরণ করবে এবং আঞ্চলিক অফিস ফেব্রুয়ারির মধ্যে মাউশিতে মেইলে প্রেরণ করবে।