বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩

ইসলামাবাদে সার্ক এনার্জি সেন্টারের ১৮তম গভর্নিং বোর্ড সভা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পাকিস্তানের ইসলামাবাদে সার্ক এনার্জি সেন্টারের (এসইসি) ১৮তম গভর্নিং বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫-২৬ সেপ্টেম্বর এই সভা অনুষ্ঠিত হয়। এতে গভর্নিং বোর্ডের সদস্য, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সার্ক সচিবালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ভার্চুয়াল ও  ফিজিক্যাল উভয় পদ্ধতিতে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় গভর্নিং বোর্ডের চেয়ারপার্সনশিপ বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে ভূটানের কাছে হস্তান্তর করা হয়। 

এর পরবর্তী চেয়ার হিসেবে ভূটানের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব এনার্জির প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার সোনাম শেরিং নতুন চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ এবং সভায় সভাপতিত্ব করেন।

সার্ক মহাসচিবের পক্ষে সভায় সার্ক সচিবালয়ের ইটিএস পরিচালক ওয়াসিম শাহজাদ গভর্নিং বোর্ডের ক্ষমতায়ন ও সেন্টারের জন্য দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, সেন্টারকে তার লক্ষ্য অর্জনে সফলভাবে পরিচালনা করতে সদস্যদের সম্মিলিত বুদ্ধিমত্তা ও কৌশলগত দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গভর্নিং বোর্ডের চেয়ারপারসন সোনম শেরিং তার বক্তৃতায় সার্ক এনার্জি সেন্টারের ওপর অর্পিত দায়িত্ব পুনর্ব্যক্ত করেন এবং এই প্রক্রিয়াটি এগিয়ে নিতে সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতার অনুরোধ জানান।

গভর্নিং বোর্ডের চেয়ার সোনাম শেরিং তার ভাষণে সার্ক এনার্জি সেন্টারের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা পুনর্ব্যক্ত এবং এই প্রক্রিয়ায় সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা কামনা করেন।

এছাড়া, এসইসি’র পরিচালক আব্দুল রশিদ জোখিও ২০২৬ সালের বাজেট উপস্থাপন করেন এবং ২০২৫ সালে সেন্টারের কর্মসূচি কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন।

তিনি প্রধান চ্যালেঞ্জগুলো তুলে ধরে ২০২৬ সালের প্রস্তাবিত কার্যক্রমের জন্য গভর্নিং বোর্ডের দিক-নির্দেশনা এবং সমর্থন কামনা করেন।

সভায় সেন্টারের গত বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং যৌথ নিরীক্ষা দল দ্বারা প্রস্তুতকৃত হিসাব প্রতিবেদন  ও ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করা হয়।

গভর্নিং বোর্ড সেন্টারের কার্যক্রম, বাজেট এবং অন্যান্য পরিচালনাগত বিষয়গুলো নিয়ে বিস্তৃত সুপারিশ প্রদান করেছে। এই সুপারিশগুলো পরবর্তী প্রোগ্রামিং কমিটির সভায় আলোচনার জন্য উপস্থাপিত হবে।

এই সুপারিশগুলোর লক্ষ্য হলো-সেন্টারের কৌশলগত উদ্যোগগুলোকে আরো উন্নত করা এবং আগামী বছর কর্মসূচি বাস্তবায়নে সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করা।