বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:১৪

গণমাধ্যমে আক্রমণ ও অগ্নিসংযোগ কোনোভাবেই প্রতিবাদের গ্রহণযোগ্য ভাষা হতে পারে না : ইসলামী আন্দোলন 

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পরিস্থিতি যাই হোক না কেন, গণমাধ্যমের অফিসে আক্রমণ ও অগ্নিসংযোগ কোনোভাবেই প্রতিবাদের গ্রহণযোগ্য ভাষা হতে পারে না।  

আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, গতকাল যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তাদেরকে দেশের কোনো রাজনৈতিক বা ধর্মীয় শক্তি ধারণ করে না। এমনকি বিপ্লবী শহীদ ওসমান হাদির সঙ্গে সম্পৃক্ত কোনো প্রতিষ্ঠানও এই ঘটনার সমর্থন দেয়নি। এ কারণে ঘটনাটি গুরুতর হলেও এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই তিনি মনে করেন।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করা এবং বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চলমান রয়েছে। ওসমান হাদীর শাহাদাতের বেদনাকে কেন্দ্র করে এমন কোনো অপচেষ্টাকে প্রশ্রয় দেওয়া যাবে না।

বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানায়। একই সঙ্গে গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণ ও পেশাগত নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।