শিরোনাম

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে রাজধানীতে বিশাল সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।
এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর দেশে ফেরা উপলক্ষে অভ্যর্থনা কমিটি আহবায়ক সালাহউদ্দিন আহমদ ও সদস্য সচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে আজ শুক্রবার বেলা ৩টায় রাজধানীর ৩০০ ফিট এলাকায় এ ভেন্যু পরিদর্শনে যান বিএনপি নেতারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক, মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি আহবায়ক ও সদস্য সচিব সহ নেতাকমীরা বিমান বন্দর থেকে রাস্তা ও সমাবেশ স্থল পরিদর্শন করেন।
আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। এরই মধ্যে বিমানের টিকিটও কাটা হয়েছে। বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।