শিরোনাম

জয়পুরহাট, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জয়পুরহাটে কর্মক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বেলা ১১টায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবু সাঈদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুমন কুমার দেবনাথ। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা: সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব, আয়েশা সিদ্দীকা তাওহিদা, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
সেমিনারে এআই প্রযুক্তির ব্যবহার, সমস্যা, সম্ভাবনা সর্ম্পকে বিশদ আলোচনা করা হয়। আগামীতে যেন এ প্রযুক্তি ব্যবহার করে কেউ ভুল তথ্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।