বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৫

ভারতের ভিডিওকে খাগড়াছড়ির বলে ছড়ানোর অপচেষ্টা শনাক্ত: ফ্যাক্টওয়াচ 

ছবি: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভারতের ত্রিপুরা রাজ্যের একটি ভিডিওকে খাগড়াছড়ির বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গুজব ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। 

ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচ জানায়, খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ‘বাংলাদেশের নাগরিক হয়েও কেউ কেউ চট্টগ্রামকে ভারতের অঙ্গরাজ্য বানাতে আন্দোলন করছে।’ ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মাইক হাতে ঘোষণা দিচ্ছেন, পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করতে হবে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার নয়। এটি ২০২৪ সালে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি নামক স্থানে ধারণ করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয়ে নজর এলে ফ্যাক্টওয়াচ সত্য তুলে ধরার পাশাপাশি গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে।