শিরোনাম
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সৌদি আরবের জাতীয় পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্স ২০২৪ সালে পর্যটন ব্যবসায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সেরা ট্রাভেল এজেন্টদের 'এক্সিলেন্স অ্যাওয়ার্ড' প্রদান করেছে।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাউদিয়া এয়ারলাইন্সের আন্তর্জাতিক সেলসের সহকারী ভাইস প্রেসিডেন্ট মুহসেদ আল মুসাঈদ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বাংলাদেশ, নেপাল এবং মিয়ানমারের ম্যানেজার তারিক আলওয়াইদী ও বাংলাদেশে সাউদিয়া এয়ারলাইন্সের জিএসএ ইউনাইটেড লিঙ্ক লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ।
অনুষ্ঠানে এম. আল মুসাঈদ বাংলাদেশের ট্র্যাভেল এজেন্টদের সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশে সাউদিয়ার প্রসার ও সাফল্য শীর্ষ এজেন্টদের প্রতিশ্রুতি এবং অংশীদারিত্ব ছাড়া সম্ভব হতো না। তাদের প্রচেষ্টা সাউদিয়াকে অসাধারণ অর্জনে সহায়তা করেছে।’
বাংলাদেশে সাউদিয়া এয়ারলাইন্সের জিএসএ ইউনাইটেড লিঙ্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, সৌদি আরব বাংলাদেশের উড়োজাহাজ চলাচল খাতের এক বিশ্বস্ত সহযোগী। নতুন এ কার্যক্রম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।
বাংলাদেশের পুরস্কারপ্রাপ্ত এজেন্টরা হলেন আল-গাজী ট্রাভেলস লিমিটেড, আল-মারেয়া ট্রাভেলস, বি ফ্রেশ লিমিটেড, গোল্ডেন বেঙ্গল ট্যুরস ও ট্রাভেলস, হাজি এয়ার ট্রাভেলস. সুমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস, সুন্দরবন এয়ার ট্রাভেলস ও ট্যুরস , সানশাইন এক্সপ্রেস ট্রাভেল ইনক, ট্রিপ লাভার্স, ডায়নামিক ট্রাভেলস, ইস্ট ওয়েস্ট ট্রাভেলস ও
ট্যুরস , শাহ আমানত হজ কাফেলা ট্রাভেলস ও টুরস, ট্যালন কর্পোরেশন, ট্রাভেলচ্যাম্প এবং ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেলস ও ট্যুরস।