বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২১

যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তারা বোকার স্বর্গে বাস করছে: দুদু

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফাইল ছবি

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা নতুন নতুন দাবি পেশ করে আসন্ন জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তারা বোকার স্বর্গে বাস করছে।

তিনি বলেন, ‘একটি মহল বিশ্বাস করে যে নির্বাচন হলে তাদের কোন ভবিষ্যৎ নেই। সেই কারণেই তারা বিভিন্ন বিবৃতি এবং দাবি দিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। যারা এটি করছে তারা মূলত বোকার স্বর্গে বাস করছে।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত আজ এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে দুদু এ সব কথা বলেন।

জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দেশের মানুষ তাদের অধিকার রক্ষার জন্য ১৬ বছর ধরে সংগ্রাম করে আসছে। এই অধিকার রক্ষার একমাত্র উপায় হলো নির্বাচন। যদি কেউ অন্যথা ভাবেন, তাহলে আসুন আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের জনপ্রিয়তা পরীক্ষা করি।’

তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত শাসনকালের সমালোচনা করে একে ‘নির্মম ও স্বৈরাচারী’ হিসেবে উল্লেখ করে বলেন, তার পতন ছিল ‘সময়ের প্রতিশোধ’।