বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪

ফ্যাসিবাদে জড়িতদের জামিনে মুক্তি উদ্বেগজনক : ইসলামী আন্দোলন বাংলাদেশ

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): ফ্যাসিবাদের সাথে জড়িত আটক হওয়া ব্যক্তিদের জামিন প্রাপ্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ এক বিবৃতিতে বলেন, এই পরিস্থিতি ফ্যাসিবাদবিরোধী পুরো বলয়কে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘যদি আটক হওয়া ব্যক্তিরা প্রকৃতপক্ষে অপরাধী না হয়, তবে তাদের কেন আটক করা হলো? আর যদি তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকে, তবে তাদের জামিন পাওয়া অত্যন্ত উদ্বেগজনক।’

বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জামিন প্রাপ্তরা পুনরায় সংগঠিত হয়ে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিতে পারে, যা চলমান আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের জন্য নতুন হুমকি তৈরি করবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আসন্ন নির্বাচনে দেশের শীর্ষ নেতৃত্ব মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার সময় তাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা ফ্যাসিবাদের বিচার চাই। তবে একই সঙ্গে চাই, কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় এবং প্রকৃত অপরাধীরা যেন জামিনে বের হতে না পারে।’ এ বিষয়ে প্রশাসনের বাড়তি সতর্কতা ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানান তিনি।