বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩০

শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর দিনব্যাপী ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সংস্কৃতি  উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও অন্যান্য উপদেষ্টার উপস্থিতি আশা করা যাচ্ছে।

অনুষ্ঠানে সংস্কৃতি  সচিব মো. মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং বিভিন্ন মন্ত্রণাল, দপ্তর ও সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। 

এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণকে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবছরই প্রথমবারের মতো ঈদ-উল-ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ এবং বুদ্ধ পূর্ণিমা ২০২৫ উপলক্ষে ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করা হয়েছে।

‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’-এর প্রথম দিন মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে ‘মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা’ যাত্রাপালা পরিবেশিত হবে। মাতা মজ্জুলিকা ধর্মীয় নাট্য সংস্থার পরিবেশনায় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।যাত্রাপালাটির পালাকার উজ্জ্বল কুমার ব্যাপারী।

সমাপনী দিন আগামী ১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শুরতে ঢাক-ঢোল বাজানোর মাধ্যমে আবাহন ‘মাঙ্গলিক নৃত্য’ পরিবেশিত হবে।

এতে শুভেচ্ছা বক্তৃতা করবেন তপন চন্দ্র মজুমদার, বিজন কান্তি সরকার, রমেশ দত্ত ও তরুণ দে। অনুষ্ঠানে দলীয়ভাবে শ্যামা সংগীত, ভক্তিমূলক গান, দেশাত্মবোধক গান ও আধুনিক গান পরিবেশিত হবে।

এছাড়া শিল্পী অনিমা রায়, দেবলীনা সুর দোলা, ঋতুরাজ ও সিঁথী সাহা একক সংগীত পরিবেশন করবেন।

অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।