শিরোনাম
কুমিল্লা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু আজ বলেছেন, যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও জনগণের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কানো অধিকার নেই।
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও জনগণের গণতান্ত্রিক অধিকার অস্বীকারকারীদের বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের কোনো অধিকার নেই।’
আজ শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেটিভ) পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতির বিষয়টি সামনে আনছে। জনগণ এমন কাউকে ভোট দিতে চায়, যিনি তাদের সুখ-দুঃখে পাশে থাকবেন, উন্নয়নে কাজ করবেন এবং নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত থাকবেন।’
তিনি আগামী নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’- এ ভোট দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে বুলু বলেন, জিয়া বাংলাদেশকে তথাকথিত ‘তলাবিহীন ঝুঁড়ি’ থেকে অর্থনৈতিক ও নৈতিক শক্তির মাধ্যমে বিশ্বে সম্মানিত একটি দেশে রূপান্তরিত করেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলের কথা স্মরণ করে তিনি বলেন, সে সময় ছাত্রীদের উপবৃত্তি ও বিনামূল্যে শিক্ষার সুযোগ দেওয়া হয়েছিল, যা সারা দেশে মেয়েদের শিক্ষায় প্রবেশাধিকারে ইতিবাচক প্রভাব ফেলেছিল।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল সেলিম ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, সহকারী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এবং পরিচালনা করেন সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারাও বক্তব্য রাখেন।