বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:১১

জাতি পুনর্গঠনে ঐক্যের আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

কুমিল্লা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৬ বছরেরও বেশি সময় ধরে সংগ্রামের পর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

তারেক রহমান বলেন, ‘আজ, স্বৈরাচারের পতন হয়েছে; স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এখন আমাদের জাতি গঠন করতে হবে, দেশ পুনর্গঠন করতে হবে।’ 

তিনি বলেন, ‘আমরা যদি দেশ পুনর্গঠন করতে চাই, যদি আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে উন্নত করতে চাই, তাহলে আমাদের সকলকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যখন একটি ঘর তৈরি হয়, তখন সকলকে একসাথে কাজ করতে হবে। যখন সবাই একসাথে কাজ করে, যখন শ্রমিকরা একসাথে কাজ করে, তখন একটি সুন্দর ঘর তৈরি করা সম্ভব। কিন্তু যখন একটি ঘর ধ্বংস করতে হয়, তখন অনেক লোকের প্রয়োজন হয় না।’

তিনি আরও বলেন, ‘এই দেশ তোমার ঘর, আমার ঘর এবং আমাদের সকলের ঘর। গত ১৫-১৬ বছর ধরে এই বাড়িতে ডাকাতরা এসেছিল। বাংলাদেশের মানুষ সেই ডাকাতদের তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এখন, বাংলাদেশকে গড়ে তুলতে হবে। কারণ এই দেশ তোমার, এই দেশ আমার এবং এই দেশ আমাদের সকলের।’

তিনি বলেন, এই কারণে, আমাদের প্রথম দায়িত্ব হলো দেশ গড়ার জন্য জনগণের কাছে যাওয়া।’

সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হই, যদি গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হয়, যদি আমরা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে যেমন দেশ স্বাধীন হওয়ার পর স্বৈরাচার আমাদের কাঁধে বসেছিল, ঠিক যেমন ২০০৮ সালে তথাকথিত নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদী স্বৈরাচার দেশের কাঁধে বসেছিল। তেমন স্বৈরাচার আমাদের কাঁধে বসবে।’

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যদি আমরা জনগণকে এটা বোঝাতে ব্যর্থ হই। যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে বলা যেতে পারে যে ভবিষ্যতে দেশে একটি গোপন স্বৈরাচার দেখা দিতে পারে। অতএব, আমাদের এই গোপন স্বৈরাচার থেকে দেশ এবং এর জনগণকে রক্ষা করতে হবে।’

নাগরিকদের সাথে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমাদের জনগণকে আমাদের সাথে রাখতে হবে। আমরা যদি জনগণের সাথে থাকতে চাই এবং তাদের সাথে রাখতে চাই, তাহলে আমাদের জনগণের ইচ্ছা অনুযায়ী এগিয়ে যেতে হবে, আমাদের অবশ্যই কাজ করতে হবে, কথা বলতে হবে এবং জনগণের ইচ্ছা অনুযায়ী পাশে দাঁড়াতে হবে। আমাদের জাতি গঠন করতে হবে; এর বিকল্প নেই। তাই, যদি দেশ গঠন করতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’ 

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।